আজকের এই ব্যাস্ততার যুগে গরু কেনা–বেচা করার জন্য হাটে যাওয়া বিশাল বিপত্তির কারন হয়ে দাড়িয়েছে। দেখা যায় বিয়ে আকিকা বা কোন অনুষ্ঠানের প্রয়োজনে অথবা ঈদে কোন উপায়ন্তর না পেয়ে গরুর হাটে যেতে হচ্ছে। এতে করে একদিকে যেমন সময় অপচয় হচ্ছে তেমনি ধূলো , বালি, কাদাঁ, গরমে জীবন অতিষ্ঠ হয়ে উঠছে। কারণ হাটে কেবল হাতে গোনা কিছু সংখ্যক গরু পাওয়া যায়।
অন্যদিকে দেখা যায়, একজন গরু বিক্রেতা হয়তো তার সবচাইতে ভালো গরুটি হাটে নিয়ে আসলো ভালো দাম পাবার আশায় কিন্তু ক্রেতার অভাবে বা অন্যকোন কারণে সঠিক দামে বিক্রি করতে না পারায় হতাশ হয়ে যায়।
পশুরহাট হচ্ছে সেই প্লাটফর্ম যেখানে ক্রেতা এবং বিক্রেতাকে একত্রিত করা হয়। একজন ক্রেতা ঘরে বসেই দেখতে পারবে বাংলাদেশের যেকোন প্রান্তে থাকা একজন গরু বিক্রেতার কাছে থাকে গরুটিকে। এখানে ক্রেতা যেমন ভাবে উপকৃত হবে ঠিক তেমনভাবেই উপকৃত হবে বিক্রেতাও।
ক্রেতা ও বিক্রেতা নিজেদের মধ্যে অর্থ লেনদেন নিজেদের পছন্দ অনুযায়ী যেকোন উপায়ে করতে পারে। এ ক্ষেত্রে পশুরহাট কোন ভাবে যুক্ত থাকবে না।